ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে মাছের ঘের থেকে নারীর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

নিঁখোজের একদিন পর বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুরে মাছের ঘের থেকে রুবি আক্তার (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। মৃত রুবি আক্তার ওই এলাকার বাসিন্দা ও দোকান শ্রমিক বাবুল বেপারীর স্ত্রী। 

নিহতর স্বামী বাবুল কারিগর জানান, সোমবার ইফতার শেষে বৌশের হাট বাজারের পল্লী চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কোন সন্ধান না পেয়ে রাতে খোঁজাখুঁজি করা হয়। তবে আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহটি আজাদের মাছের ঘেরে দেখতে পান। পরে তাদের খবর দেওয়া হয়। 

বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ রহস্যজনক। শরীরে কোন আঘাতে চিহৃ নেই। সরাসরি হত্যাও বলতে পারছি না। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি