ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কালকিনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ৪ এপ্রিল ২০২৩

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খাঁন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন চৌকিদার (৩৭) প্রতিপক্ষের বোমা হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসুচি পালন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।
   
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলাত খাঁন গ্রামের মো. রশিদ চৌকিদারের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির হোসেন চৌকিদার সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মিয়ারহাট বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মিয়ারহাট লঞ্চঘাট পৌঁছালে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে বোমা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি