ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ৫ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল কিরণ (৩৩) নামে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ রক্তাক্ত জখম অবস্থায় ওই সাংবাদিক বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এই ঘটনা ঘটে৷

আহত সোহেল কিরণ বেসরকারি টেলিভিশন বাংলা টিভির রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি ৷

তার ভাই  শাহেল মাহমুদ বলেন, ‘তারাবির নামাজের পর বাজারের একটি দোকানে চা খাচ্ছিল সোহেল৷ ওই সময় আফজাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে৷ শরীরের একাধিক স্থানে জখম রয়েছে৷ রূপগঞ্জের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে ৷’

তিনি আরও জানান, কী কারণে আফজাল হোসেন এ কাজ করেছেন সে বিষয়ে নিশ্চিত নই৷ ঘটনার সময় সোহেলের বন্ধু সাইফুল সেখানে ছিল৷ কিন্তু তার সঙ্গেও যোগাযোগ করতে পারিনি৷ খবর পেয়েই হাসপাতালে এসেছি ৷

এমন ঘটনায় কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, ‘আফজাল হোসেন স্থানীয়ভাবে জমি বেচা-কেনা করেন ৷ ঘটনার পর আফজালের সঙ্গে আমার কথা হইছে ৷ সে জানিয়েছে, দোকানে বসে চা খাবার সময় সাংবাদিকের বন্ধুদের সঙ্গে আফজালের কোন কারণে কথা কাটাকাটি হয় ৷ ওই কথা কাটাকাটির এক পর্যায়ে আফজালকে মারধর করে সাংবাদিকের উপর হামলা করে। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান৷ তিনি বলেন, ‘আফজাল হোসেন নামে এক ব্যক্তি চায়ের কাপের ভাঙা অংশ দিয়ে সাংবাদিককে জখম করেছেন ৷ কী নিয়ে ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে ৷’

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সাংবাদিকের জখম হওয়ার বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ৷

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি