ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ড্রেনে মিললো ফুটফুটে নবজাতক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালীর জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের পশ্চিম পাশের বাউন্ডারি দেয়ালের বাহিরের একটি ড্রেন থেকে একটি ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত নবজাতককে বর্তমানে ওই হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ড্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে নবজাতককে নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আবদুল আজিম জানান, সকাল ৮টায় সুধারাম মডেল থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি