ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আসামির হামলায় পুলিশের উপ-পরিদর্শক আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৪, ৬ এপ্রিল ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। 

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, বুধবার রাতে শহরের উত্তর মৌড়াইল এলাকার আনু মিয়ার ছেলে মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার আসামি ইয়াছিনকে গ্রেফতার করতে রেলস্টেশনে অভিযান চালানো হয়। 

এ সময় স্টেশনের পাশে একটি চায়ের দোকানে অভিযান চালালে ইয়াছিন তার হাতে থাকা চায়ের কাপ দিয়ে উপ-পরিদর্শক সাইফুলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। 

পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা রয়েছে। 

পলাতক ইয়াছিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি