ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবৈধ শুটকি ফেলে পালালো জেলেরা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০, ৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

সুন্দরবনে বিষ দিয়ে অবৈধভাবে চিংড়ি শিকারের পর তা শুটকি তৈরি করে পাচারের সময় তিন বস্তা শুটকি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল হতে এ শুটকি জব্দ করে বনবিভাগ। 

তবে  চারটি টোনাজাল, তিনটি নৌকা আটক করা হলেও এরসঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, 'পাচারকারীরা এসময় নৌকা থেকে লাফ দিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারিনি, তবে পাচারকারীদের ফেলে যাওয়া তিন বস্তা শুটকি মাছ জব্দ করা হয়েছে। 

তিনটি নৌকায় ছয়জন পাচারকারী জেলে ছিল বলে জানান বন কর্মকর্তা।

পরে জব্দ করা শুটকি এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

আর এঘটনায় বন আইনে ইউডিওআর (অজ্ঞাত) মামলা করা হয়েছে বলেও জানায় বন কর্মকর্তা মাহবুব হাসান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি