ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র প্রবাসী বাবুল হত্যায় ৫ জনের ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ৬ এপ্রিল ২০২৩

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে যুক্তরাষ্ট্র ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার বেলা ১১টায় এ আদেশ দেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা। 

এ হত্যাকান্ডের মূল হোতা নিহতের ছোট ভাইয়ের বউ লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী। রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন আসামির সামনেই রায় পড়ে শোনান বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন।

মামলাসূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবার মধ্যে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, উদ্ধার মরদেহ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছবি দেখে মরদেহ সনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।

এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা দায়ের করেন। এ মামলায় ১৬ জন সাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। 

আসামিদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি