ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর বাজারের তরুণ জুতা ব্যবসায়ী আবু সাঈদ (২৭) নিখোঁজ হওয়ার ৫ দিন পর নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে তার অর্ঘগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে বহুতল ভবনের লিফটের নিচতলার অংশ ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

এর আগে রোববার রাতে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। আবু সাঈদ জীবননগর হাইস্কুল পাড়ার মো. রইচ উদ্দীনের ছেলে। 

নিহতের পিতা জুতা ব্যবসায়ী রইচ উদ্দীন জানান, তার ছেলে আবু সাঈদ ইয়ান সু নামে জীবননগর বাজারে একটি জুতার দোকান পরিচালনা করেন। রোববার রাতে সেহরী খাওয়ার পর ভোর ৫টার দিকে নামাজ আদায়ের জন্য সে মসজিদের উদ্দেশ্যে বের হয়। এরপর গত ৫ দিনেও সে বাড়ি ফেরেনি।

এ ঘটনায় গত ৩ এপ্রিল জীবননগর থানাতে একটি জিডি করা হয়। যার নং-১০০। 

জীবননগর বসুতিপাড়ায়  নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে এলে শ্রমিকরা বিকট দুর্ঘন্ধ পেয়ে তল্লাশী শুরু করেন এবং নির্মাণাধীন লিফট স্পেসের ভেতর পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখেন।

জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি