ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

পূর্ব বিরোধের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায়  আফজাল নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কাশিপুর ইউনিয়নের ওই এলাকায় এ ঘটনায় ঘটে।

নিহত আফজাল হোসেন ( ৩৬) ফতুল্লার পশ্চিম দেওভোগের বাংলা বাজার এলাকার এবাদুলের ছেলে।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও মাদককারবার নিয়ে আফজাল ও রাজু বাহিনীর মধ্যে দ্বন্দ্ব ছিলো। কয়েক মাস পূর্বে আফজালসহ তার লোকজন রাজুর সহযোগী রাশেককে পিটিয়ে আহত করে। সেই দ্বন্দ্বের জেরে সকালে হাসেমবাগ দিয়ে যাওয়ার সময় রাশেদের ভাই রাসেলসহ রাজুর লোকজন আফজালকে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে যায়৷ 

পরে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ইতি বেগম ও ভাই মোজ্জামেল জানান, একটি মামলায় হাজিরা দিতে সকালে বাসা থেকে বের হয় আফজাল। রাশেদ, রাসেল ও রাজুর সঙ্গে আফজালের বিরোধ চলছিল। সেই জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম জানান, নিহতের মাথায়, পেটে, হাত ও পায়ে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

নিহত আফজালের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি