ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ৭ এপ্রিল ২০২৩

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন।

শুক্রবার (৭এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রামুর খুনিরাপালং এলাকায় কক্সবাজার -টেকনাফ মহাসড়কে এই ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে উখিয়ার মনির মার্কেট এলাকার সিএনজি চালক বদিউল আলম (৪০)। অন্যান্যদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন রামুর তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার ওসি মিজবাহ উদ্দিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়ার কোটবাজার  থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কক্সবাজার  যাওয়ার পথে খুনিয়া পাংল এলাকায় পৌঁছালে অপরদিক থেকে টেকনাফমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে  সিএনজির চালক ও দুই যাত্রীসহ ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয়েছেন আরো ৩ জন।

খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের  অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি