ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ভারতীয় কসমেটিকসহ ২ নারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৪, ৭ এপ্রিল ২০২৩ | আপডেট: ০১:০০, ৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ কসমেটিকস পণ্যসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ উপজেলার মান্দারতলা জেলেপাড়া মোড় থেকে এসব কসমেটিকস পণ্যসহ তাদেরকে গ্রেফতার করে। আটককৃত পণ্যের মূল্য আড়াই লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলো, যশোর কোতয়ালী থানার শংকরপুর ইসহাক সদর এলাকার আক্তার হোসেনের মেয়ে নীলা খাতুন ও শংকরপুর পশ্চিমপাড়া বটতলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে আফরোজা খাতুন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ভারত থেকে অবৈধ পথে এসব কসমেটিকস নিয়ে যশোর যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি