ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় আজও চলছে বাস ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ৮ এপ্রিল ২০২৩

কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক এবং পরিবহণ শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সঙ্গে খুলনা ও ফরিদপুর রুটে আজও বাস ধর্মঘট চলছে। 

কুষ্টিয়া জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানায়, কয়েকদিন ধরেই ঝিনাইদহ মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরের ট্রিপ নিয়ে মনোমালিন্য চলছিল।

এর জেরে ৫ এপ্রিল কালীগঞ্জে কুষ্টিয়ার গড়াই পরিবহনের স্টাফদের মারধর করে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের নেতারা।

নেতারা জানান, ৯ এপ্রিলের মধ্যে বিষয়টি সমাধান না হলে কুষ্টিয়ার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি