ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জমি দখল নিতে না পারায় কৃষকের নামে ৩ মামলা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ৮ এপ্রিল ২০২৩

সাতক্ষীরার কলারোয়ায় জমি দখল নিতে না পারায় এক অসহায় কৃষকের নামে ৩টি মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাটুলিয়া গ্রামে। 

ঘটনার বিবরণে ও ক্ষতিগ্রস্ত কৃষক তবিবুর রহমান বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম জানান, তাদের পাটুলিয়া মৌজায় ৫৩১ দাগে পুকুরসহ ধান চাষের ১৩ শতক জমি আছে। ওই জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন একই এলাকার নুরুল হক গাজীর মেয়ে মৌসুমী খাতুন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হয়রানীমূলক অভিযোগ দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এতে সে বার বার চেষ্টা করেও জমি দখল নিতে না পারায় এলাকার কুচক্রি মহলের প্রলোভনে পড়ে হয়রাণীমূলক ৩টি মামলা দিয়েছেন। 

তিনি আরও বলেন, ১৭ সালে ওই জমি ক্রয় করার পর থেকে বিরোধ চলছে। 

পাটুলিয়া গ্রামের মৃত খোদাবক্স গাজীর ছেলে নুরুল হক গাজী বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মিথ্যা মারামারির অভিযোগ তুলে সিআর-৫৫/২৩ মামলা দায়ের করেন। এর আগে তার মেয়ে মৌসুমী খাতুন কলারোয়া থানায় হয়রানীমূলক একটি জিডি করেন। যার নন এফআইআর প্রসিকিউশন নং-১৬৪/২২।

এরপরে কলারোয়া থানায় মৌসুমী খাতুন বাদী হয়ে নিরহ কৃষক জাহিদুল ইসলাম, তৌহিদুর রহমান, সোহরাব আলীর নামে মিথ্যা ও হয়রানীমূলক আরও একটি মামলা নং-২২/২০২৩ দায়ের করেন। 

এদিকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে নিরহ কৃষক জাহিদুল ইসলাম জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি