ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, আটক ৩

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করায় তিন জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছে বনবিভাগ কর্তৃক অনুমতি পত্র ছিল না।

শনিবার (৮ এপ্রিল) ভোরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা। 
আটককৃতরা হলেন মোঃ অসীম শেখ (৩৫), মোঃ জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তাদের সবার বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। 

এসময় তাদের কাছে ছিলনা সুন্দরবনে মাছ শিকারের কোন পাশ পারমিট (বনবিভাগ কর্তৃক অনুমতি পত্র)। তবে তাদের কাছ থেকে মাছ শিকারের অবৈধ জাল, নিষিদ্ধ সুন্দরি গাছ এবং হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, একদল অসাধু জেলে বেশ কিছুদিন বেপরো হয়ে উঠেছে। তারা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করে আসছিল। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোন পাশ পারমিট ছিলনা।

এ ঘটনায় তাদের নামে বন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি