ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই: আমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ২০:৩৬, ৮ এপ্রিল ২০২৩

মিডিয়ায় সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপি নেতাদের আর কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, যে কোনো দুর্যোগে বিএনপি নেতারা মানুষের পাশে দাঁড়ায় না। করোনাকালীন সময়েও তাদের দেশের মানুষ পাশে পায়নি। আজ তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রের লিপ্ত। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের মাধ্যমে দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্যোগ দূর্বিপাকে আওয়ামী লীগই সব সময় দেশের মানুষের পাশে ছিল, এবারও বৈশ্বিক আর্থিক সংকটের বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে দূ:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবে। 

তিনি আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। 

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালুর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সহ সভাপতি এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, একে আজাদ, প্রদীপ কুমার, জসিম উদ্দিন, শাহ জাহান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদ প্রমুখ।

আমিনুল ইসলাম আমিন আরও বলেন, যারা দেশকে পর পর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, সার এবং বিদ্যুতের দাবীতে মিছিল করার অপরাধে গুলি করে মানুষ হত্যা করেছিল, গণতন্ত্রের ধারাবাহিকতা নস্যাৎ করার লক্ষ্যে ২০১৩/১৪ সালে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে ১৬৪ জন নিরপরাধ মানুষ হত্যা করেছিল, দেশের সম্পদ ধ্বংস করেছিল তারা আজ শুধু টেলিভিশন ও মিডিয়ায় সরকারের সমালোচনা করা ছাড়া আর কোন কাজে নেই, মানুষের পাশে নেই। 

উল্লেখ্য যে তিনি ইতোমধ্যে  সাতকানিয়া ও লোহাগাড়ায় ৬০০০ পরিবারের কাছে নিজ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন। আজ আরো ১০০০ পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি