ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৪, ৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ এপ্রিল) দুপুরে শহরের কান্দাপাড়া কিসমত বিড়ি ফ্যাক্টরীর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী কিসমত বিড়ি ফ্যাক্টরীর শ্রমিক ছিলেন।

পুলিশ ও প্রত্যদশীরা জানান, প্রতিদিনের ন্যায় সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৫২) কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এসময় বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করেছে। পলাতক চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি