ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রামুতে গরু পাচারকারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ৯ এপ্রিল ২০২৩

কক্সবাজারের রামুতে গরু পাচারকারি ও বিজিবির মধ্যে গোলাগুলির ঘটনায় এক দোকান কর্মচারি নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রামু উপজেলার কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম জানান, শনিবার রাত সাড়ে ৯টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর জব্বার (৪০) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদ। 

তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্থানীয় ইউপি চেয়ারম্যান।

স্থানীয়দের বরাতে শামসুল আলম বলেন, শনিবার রাতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ৫-৬টি গরু জব্দ করে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ গরুগুলো হাঁটিয়ে নিয়ে আসার সময় পাচারের সঙ্গে জড়িত লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। 

এক পর্যায়ে পাচারকারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ঢিল ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে। এতে স্থানীয় নির্মাণ সামগ্রী বিক্রেতা এক দোকান কর্মচারি ঘটনাস্থলে নিহত এবং তিনজন আহত হয়েছেন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ঘটনার পরপরই বিজিবির সদস্যরা নিহতের মৃতদেহ নিয়ে গেছে। পরে খবর রামু থানার ওসি আনোয়ার হোসাইনের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।

এ ব্যাপারে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরণের সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি