ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

কাভার্ডভ্যানে ১৫ কেজি গাজা নিয়ে যাচ্ছিলেন তারা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ৯ এপ্রিল ২০২৩

মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুরে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সেসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাজা উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা কাভার্ডভ্যানটিও আটক করেছে র‌্যাব। 

শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর র‌্যাব ক্যাম্প।

বিজ্ঞপিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল পৌনে ৭টায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে মদিনা বাংলা হোটেলের সামনে অভিযান চালায় মাদারীপুর র‌্যাব ক্যাম্পের একটি দল। সেসময় মো. মিরাজ শেখ ও মো. আল-আমিন শেখ নামের ২ জনকে আটক করে র‌্যাব। আসামিদের সঙ্গে থাকা কাভার্ডভ্যান তল্লাশী করে ১৫ কেজি গাজা উদ্ধার করা হয়। 

কাভার্ডভ্যানটিসহ মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ৫টি সীমকার্ড জব্দ করা হয়। 

আসামিদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছে র‌্যাব। 
গ্রেফতারকৃত আসামি মো. মিরাজ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার রামদিয়া গ্রামের মো. জামাল শেখের ছেলে। অপর আসামি আল-আমিন একই গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক শেখের ছেলে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি