ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় বাস ধর্মঘট, ৩ দিন ধরে ভোগান্তিতে যাত্রীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৯ এপ্রিল ২০২৩

কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। 

গেলো শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। তিনদিন ধরে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে। 

সংকট নিরসনে শনিবার বিকালে জেলা প্রশাসক এবং বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। 

কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করে। এ ব্যাপারে কথা বলতে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে মারধরে জড়িতদের গ্রেফতার না করা হলে সারাদেশের সঙ্গে বাস যোগাযোগ বন্ধের ঘোষণাও দেয় তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি