ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সরাইলের আকাশি বিল মাটি খেঁকোদের অভয়ারণ্যে পরিণত

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৬, ৯ এপ্রিল ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তির আকাশি বিল যেন মাটি খেঁকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। 

উপজেলার একমাত্র কৃষি নির্ভর হাওরটি আকাশি বিল নামে পরিচিত। উপজেলার সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় এই হাওরেই। কয়েক মাস ধরে এই হাওরের কৃষি জমির মাটি ড্রেজারে খনন করে ইট ভাটার মালিকদের নিকট বিক্রি করছেন কয়েকজন প্রভাবশালী অসাধু ব্যক্তি। 

সরাইল উপজেলা ছাড়াও এ মাটি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন উপজেলার ইটভাটায়। 

স্থানীয় কৃষকদের অভিযোগ, শুকনো মৌসুমে দিনে ও রাতে অবৈধভাবে ফসলি জমির মাটি বেকু ও ড্রেজার দিয়ে তুলে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে করে পাশের মালিকদের ফসলি জমি ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে এসব জমি চাষাবাদের অনুপযোগী হয়ে যাচ্ছে।

এছাড়াও মাটি নিয়ে যাওয়ার ফলে হাওরের জমিগুলো নীচু ভূমিতে পরিণত হয়েছে। যার কারণে অল্প বৃষ্টি হলেই সকল ধান ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৫ হাজার কৃষকের ফসল নষ্ট হয়। 

কৃষক কবির হোসেন ও কোহিনুর মিয়া জানান, ড্রেজার ও বেকু দিয়ে মাটি ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়ার দরুণ আশেপাশের জমি ভেঙ্গে গিয়ে ফসলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এ বিলটি দিন দিন নিচু হয়ে যাচ্ছে, যার ফলে অল্প বৃষ্টিতেই ফসল পানিতে ডুবে যায়।

সরেজমিনে দেখা গেছে, ধরন্তি এলাকার খাদিম হোসেন নামের এক প্রভাবশালীসহ কয়েকজন মিলে এ হওরের বিভিন্ন জমিতে প্রায় ১০টি বেকু ও ৩০টির বেশি ড্রেজার লাগিয়ে মাটি উঠিয়ে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। 

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, হাওরে ড্রেজারে কৃষি জমির মাটি কাটা অবৈধ। মাটি কাটা বন্ধ করার জন্য কয়েকবার চেষ্টা করেছি। পাশাপাশি রাতের বেলা নজর রাখার জন্য টহল পুলিশকে বলেছি। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি