ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে ‘একটু হাসি’র ইফতার বিতরণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটু হাসি’র পক্ষ থেকে নড়াইলে এতিম, মাদরাসা শিক্ষার্থী, প্রতিবন্ধী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ এপ্রিল) বিকেলে লোহাগড়া উপজেলা হান্দলা-বাড়ীভাঙ্গা গোলাম মোস্তফা মাদরাসা মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক আবদুস সাত্তারের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার মোহতামিম হাফেজ ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ মুনসুর মোল্যা, স্কুলশিক্ষক মনিরুল ইসলাম, ‘একটু হাসি’র উপদেষ্টা নূরুজ্জামান সুমন, প্রতিষ্ঠাতা পরিচালক অনিক ইমাম, পরিচালক আবিদুর রহমান আবিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব মোল্যা, সহ-কোষাধ্যক্ষ সৌরভ, ক্রীড়া সম্পাদক নাঈম হাসান, সদস্য আবির হাসান রাহাত, হৃদয়সহ অনেকে।  

ইফতার মাহফিলের তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের উপদেষ্টা রিফাত সুলতানা বীথি, কবি হাসনা খাতুনসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অনিক ইমাম বলেন, ‘একটু হাসি’ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। স্বাস্থ্যসেবা. রক্তদান, রক্তের গ্রুপিং, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দুঃস্থদের মাঝে পোশাক বিতরণ, ইফতার বিতরণসহ বিভিন্ন কাজ করে আসছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি