ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চতুর্থ দিনে কুষ্টিয়ার অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ১০ এপ্রিল ২০২৩

ঝিনাইদহের কালিগঞ্জে শ্রমিকদের মারধরের জেরে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। 

গেলো শুক্রবার ভোর থেকে এই দুটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

সংকট নিরসনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সঙ্গে বাস মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। 

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি জানান, আজ কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

নতুন ট্রিপ দাবি করায় এ ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। এরই প্রতিবাদে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গত শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়া হতে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। 

১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করলে সারাদেশের সঙ্গে কুষ্টিয়ার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি