ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

পর্যটন শ্রমিক ও ছিন্নমূলদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ১০ এপ্রিল ২০২৩

কক্সবাজারে বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্টানের স্বল্প-বেতনভোগী কর্মচারি, সার্ফার, সৈকতের পরিচ্ছন্নকর্মি ও ছিন্নমূল শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সৈকতের কলাতলী পয়েন্টে কক্সবাজারে পর্যটন খাতের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান সাইমন বিচ রিসোর্টের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

পর্যটন সংশ্লিষ্ট ৫ শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সাইমন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মাহবুব-উর-রহমান। এসময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এসময় মাহবুব-উর-রহমান বলেন, কক্সবাজারে পর্যটন খাতের বিকাশে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাইমন বিচ রিসোর্ট এই শিল্পে জড়িত মানুষের সুখ-দু:খে সবসময় পাশে থেকেছে। তাই ঈদের আনন্দ থেকে পর্যটন সংশ্লিষ্ট অস্বচ্ছল মানুষ যাতে বঞ্চিত না হন তারই ক্ষুদ্র প্রচেষ্টা এটি।

এর আগে রোববার সন্ধ্যায় তারকামানের হোটেল সাইমন বিচ রিসোর্টের কাসাব্লাংকা রেস্টুরেন্টে কক্সবাজারের বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল।

এতে প্রশাসন ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি