ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫০, ১০ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেধাবী ৩৭৯ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১০টায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। 

সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও পরিসংখ্যান বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

সদর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদরাসার অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১ম স্থান থেকে ৩য় স্থান অধিকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণকৃত ট্যাবলেটসমূহ শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি