ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পাচারের সময়ে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১১ এপ্রিল ২০২৩

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোলের সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় ফাঁদ পেতে থাকে

সকাল সাড়ে ১০টার দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি’র টহলদল তাকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ওই ব্যক্তির কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। 

পরে প্যাকেট তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৬৯৯ গ্রাম ও বর্তমান মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা। 

উদ্ধারকৃত সোনা বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি