ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সিঁড়িতে পা ঝুলিয়ে বসেছিল শিশুটি, সাপের কামড়ে মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ১১ এপ্রিল ২০২৩

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিশুটির বাবা-মা। 

সোমবার (১০ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসেছিল। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পান তার পায়ে কামড়ের চিহ্ন। পরে আশেপাশে তাকিয়ে সিঁড়ির নিচে সাপ দেখতে পান তারা। 

এরপর শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা রাকিব খান কান্নাজড়িত কন্ঠে বলেন, “ঘরের সামনে সিঁড়িতে গিয়ে বসার পরই মেয়ের পায়ে সাপটা কামড় দেয় এবং চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই, ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ, ততক্ষণে মেয়ে বমি করতে শুরু করে দেয়।”

তিনি আরও বলেন, “মেয়েটি আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। কিন্তু মেয়েটিকে বাঁচাতে পারলাম না।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি