ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৯, ১১ এপ্রিল ২০২৩

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের দামুসের বিলের পানিতে ডুবে তার মৃত্যু হয়। ফাহিম সাহেবনগর গ্রামের প্রাথমিক বিদ্যালয় পাড়ার আরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ফাহিম তার বন্ধুদের সাথে নিয়ে বাড়ির পাশে দামুসের বিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ফাহিমকে দেখতে না পেয়ে তার বন্ধুরা বিলের বিভিন্ন স্থানে সন্ধান শুরু করে। তারা সন্ধান না পেয়ে ফাহিমের বাড়িতে খবর দিলে প্রতিবেশিদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। 

কাজিপুর ইউপি চেয়ারম্যান মো. আলম হুসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি