ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রতিবন্ধী শিশু সিয়াম খুঁজে পেলো তার পরিবারকে

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ১২ এপ্রিল ২০২৩ | আপডেট: ১১:৫৯, ১২ এপ্রিল ২০২৩

হারিয়ে যাওয়ার একদিন পরে প্রতিবন্ধী শিশু সিয়াম খুঁজে পেলো তার পরিবারকে। শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন শিশুটিকে তার বাবা ও নানার হাতে তুলে দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার বন্দরখোলা বাজার এলাকায় শিশুটিকে পেয়ে শিবচর থানায় নিয়ে আসেন এক পুলিশ সদস্য। শিশুটি নিজের নাম বলতে পারলেও বাবার নাম ও ঠিকানা কিছুই বলতে পারছিল না। 

রাতে নারী ও শিশু ডেস্কের দায়িত্বরত উপ-পরিদর্শক রেনুকা আক্তার শিশুটির পরিচর্যা করেন এবং তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেন। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি প্রকাশ করলে শিশুটির পরিবারের দৃষ্টিগোচর হয়।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “শিশুটি মানসিক প্রতিবন্ধী। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার আদেল মুন্সীকান্দি গ্রামের কৃষক ফারুক বেপারীর ছেলে। পরিচয় সনাক্ত করে শিশুটির পিতা ও নানার কাছে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়েছে।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি