ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াটার সাপ্লাই বিভাগের কর্মী নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ১২ এপ্রিল ২০২৩

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরসভার ওয়াটার সাপ্লাই বিভাগের এক কর্মী নিহত হয়েছেন।

নিহত শামীম সরদার ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকার সিদ্দিক সরদারের ছেলে। সে মাদারীপুর পৌরসভার পানির লাইনের মাস্টাররোলে লাইনমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।

মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার ইলিয়াস আহমেদ ফিরোজ বলেন, বুধবার দুপুরে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে পানির লাইন মেরামত করার সময়ে একটি মটরের লাইন থেকে শামীম বিদ্যুতায়িত হলে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পৌরসভার স্টাফ শামীমের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি