ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গাজীপুরের জমজম স্পিনিং কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ১২ এপ্রিল ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে জমজম স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 বুধবার দেড়টার দিকে কারখানার তুলার গুদামে আগুনের সূত্রপাত।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুরের দিকে কারখানার টিনশেডের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিস, সাভারের ইপিজেডসহ আশেপাশের ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট যোগ দেয়।

পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনে ওই কারখানাযর তুলা পুড়ে যায়। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি