ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৯, ১৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

কয়েকদিন ধরেই দেশে প্রচণ্ড তাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই অবস্থায় বরগুনায় হিট স্ট্রোক হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেল পাঁচটার দিকে সদরঘাট জামে মসজিদের এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

নিহত কমলেশ ভদ্র তিনি বরগুনা শহরে হ্যান্ডেলিং লেবারের কাজ করতেন। কাজ শেষ হওয়ার পরে সদরঘাট জামে মসজিদের সিঁড়ির কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমলেশকে মৃত ঘোষণা করেন। 

বরগুনা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই কমলেশের মৃত্যু হয়েছে এবং তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

কমলেশ বরগুনা সদর উপজেলার খাজুরতলা আশ্রয়ন প্রকল্পের জাপানি ব্যারাকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি