ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

৯৯৯ নম্বরে ফোন, পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ১৩ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৫:০৮, ১৩ এপ্রিল ২০২৩

মেহেরপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার বিকেলে মেহেরপুরের গাংনী থানাধীন হেমায়েতপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একজন বয়ষ্ক ব্যক্তিকে কিছু লোক আটকে রেখে মারধর করছে। এমন অবস্থায় কলার দ্রুত পুলিশী সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। 

৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ নাহিদ হোসেন কলটি রিসিভ করেছিলেন। তার উদ্যোগেই গাংনী থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার মোঃ শহিদুল (৫৫) কে উদ্ধার করে।

পরবর্তীতে গাংনী থানার পুলিশ দল জানতে পারে, উদ্ধারকৃত শহিদুলের স্ত্রী বেশ কিছুদিন পূর্বে অসুস্থতায় ভুগে মারা গেছেন। তিনি তার ছোট পুত্রবধূকে বাড়িতে ছেলের অনুপস্থিতিতে একা পেয়ে ধর্ষণ করেন।

সংবাদ পেয়ে ধর্ষণের শিকার পুত্রবধূর ভাইয়েরা এসে শহিদুলকে আটক করে মারধর করতে থাকেন। পরে অভিযুক্ত শহিদুলকে গ্রেফতার করা হয়। পরে এঘটনায় মামলা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি