ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ১৩ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জে সাড়ে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আয়শা ও মুর্শেদাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। 

র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সয়দাবাদে একটি প্রাইভেটকারে তল্লাশী চালায় তখন সাড়ে ২০ কেজি ওই ২ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। 

এসময়ে তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে তারা সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি