ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে একুশে টেলিভিশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৪, ১৪ এপ্রিল ২০২৩

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে একুশে টেলিভিশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা বৈশাখের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খাঁন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ফজলুল হক, সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বাসস’র জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল হেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাছুম হেলাল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ আহমদ, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, নিরাপদ সড়ক চাই জেলার সভাপতি মোশাহিদ আলম মোহিম, আর টিভির জেলা প্রতিনিধি শহীদনুর, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক হাওরাঞ্চলের কথার বার্তা সম্পাদক আলাউর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ইমরান খান, দৈনিক বিজনেস বাংলাদেশ’র জেলা প্রতিনিধি দিলাল আহমদ, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, সাংবাদিক সামিয়ান তাজুল, সজিব আহমদ, আপ্তাব উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিকলীগ এর সভাপতি মেহেদি হাসান রাসেল, একুশে টিভির ক্যামেরা ম্যান শাওন রায়, সালমান আহমদ, আব্দুল হাফিজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগানকে সামনে রেখে একুশে টেলিভিশন মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সত্য সংবাদ প্রচারের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজও তুলে ধরছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি