ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ১৪ এপ্রিল ২০২৩

মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি আইরিন আক্তার মাদারীপুর সদর উপজেলার খামারবাড়ি এলাকার আউয়াল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আইরিন ও তার তিন বন্ধু বাড়ির ওঠানে খেলতে খেলতে এক সময় প্রতিবেশী রাজ্জাক হাওলাদারের নির্মাণাধীন দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে তারা চারজন আহত হয়। 
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি