ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ১৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে একুশে টেলিভিশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

দিনটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।

র‌্যালীতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন অংশগ্রহণ করেন।

এছাড়া র‌্যালি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, সাংবাদিক আলী আকবর টুটুল, মোঃ কামরুজ্জামান, আরিফুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি