ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ১৪ এপ্রিল ২০২৩

বাগেরহাটে নাচ-গান, শোভাযাত্রা ও দেশবাসীর মঙ্গল কামনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে। 

দিনটি উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হাজার-হাজার মানুষ জড়ো হয়। প্রথমেই জাতীয় সংগীতের মাধ্যমে নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। পরে বৈশাখী গান ও আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মীরা বাউল, জেলে, ঢুলি, পুলিশসহ নানা সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। পরে মেলায় আগত বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিগণ। 

মেলায় দোকানীরা নানা পরশা সাজিয়ে বসেছে। মেলায় রয়েছে নাগরদোলা, নৌকাদোলা সহ বিভিন্ন রাইডস। ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় দীর্ঘদিন পর মানুষ ভিড় জমাবেন, কিনবেন ঐতিহ্যবাহী হস্তশিল্প, খেলনাসহ নানান জিনিসপত্র।   

এসময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন শ্রেনিপেশার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি