ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নানা আয়োজনে মৌলভীবাজারে পহেলা বৈশাখ উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ১৪ এপ্রিল ২০২৩

নানা আয়োজনে মৌলভীবাজারে পালিত হয়েছে পহেলা বৈশাখ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রভাতি সংগীতের মধ্য দিয়ে বৈশাখকে আহ্বান করা হয়।

পরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির নেতৃত্বে শ্রীমঙ্গলে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা সহকারী কমিশনার সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল অনুশিলন চক্রের আহবায়ক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য।

পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্টী শ্রীমঙ্গল উপজেলাশাখার শিল্পীরা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি