ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ১৪ এপ্রিল ২০২৩

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় রাফিউল আজাদ (৪৫) নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে মহাসড়কের সালন্দর ডেনিশ পাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল আজাদ (৪৫) ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়ার আকিম উদ্দীনের ছেলে। তিনি ২ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে পুলিশের  একটি পিকআপ ভ্যান ভূল্লী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এমন সময় সালন্দর ডেনিশ নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা এক মটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে গুরুতর অবস্থায় স্থানীয়রা ওই মটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি