ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা আয়োজনে রাজশাহীতে একুশে টিভির জন্মদিন পালিত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫১, ১৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ১১:১৭, ১৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কেটে রাজশাহীতে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। নগরীর কল্পনা হল মোড়ে লবঙ্গ চাইনিজ ও ফাস্টফুড রেস্তোরায় দুই পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৌরবময় দুই যুগে পদার্পণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একুশে টেলিভিশনের সমৃদ্ধি কামনা করেন সুধীজনেরা। 

শুক্রবার দুপুরে আলোচনা সভায় অংশ নেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক, বাগমারা উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান রাশেদুল হক রুশো, সময় টিভির ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।

এদিকে, একুশে টেলিভিশনের দুই যুড়ে পদার্পণে বিকালে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজশাহীর গণমাধ্যম কর্মীরাসহ সুধীজনরা। 

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানান ও অনুষ্ঠান পরিচালনা করেন একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। এ সময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ক্যামেরাপারসন হাসান আল মবীন মামুন। 

আলোচনা সভায় একুশের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, সিনিয়র সাংবদিক বীর মুক্তিযোদ্ধ তৈয়বুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ ও যমুনা টিভির সিনিয়র ক্যামেরাম্যান জাবিদ অপু। 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শ ম সাজু, জিয়াউল গনি সেলিম, এনায়েত করিম, বুলবুল হাবিব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক ও সাংবাদিক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি