ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ১৫ এপ্রিল ২০২৩

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে মেট্রো পুলিশ। 

গত ৬ এপ্রিল সন্ধ্যায় গাজীপুর সদর থানার দেশীপপাড়া এলাকায় জ্যাক ব্যাটারী নামক একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ মৌখিক তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৭ জন ডাকাতকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া ১০৩ পিচ অটোরিকশার ব্যাটারী, ডাকতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি ডিবির জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, ১ সেট মেট্রোপলিটন পুলিশের পোশাক, ১ জোড় পুলিশের পিটি সু, ১টি পুলিশেন টুপি, ১টি পুলিশের বেল্ট, ১টি চাপাতি, ১২ গ্রাম হেরোইন, ১টি লেজার লাইট, ১টি স্টার স্ক্রু ড্রাইভার, ১টি হাতলযুক্ত হাতুড়ি, ১টি প্লাস, ১০ টুকরা  লাইলনের দড়ি, ৪টি ধারালো ছুরি, ১টি টর্চ লাইট ও ৬টি বিস্ফরিত ককটেল উদ্বার করে পুলিশ। 

শনিবার দুপুরে নলজানী বিআরটি ডিপু মাঠে জিএমপি পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম খান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি