ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রূপগঞ্জে সহপাঠিদের হাতে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৬:১১, ১৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেহেদী হাসান সজিব নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তার সহপাঠিরা। 

শনিবার দুপুরে উপজেলার গাউছিয়ায় ভুলতা স্কুল এন্ড কলেজের মাঠে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়।

নিহত মেহেদী হাসান সজিব (১৬) উপজেলার গোলাকান্দাইল ইনিয়নের বলাইখা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও সহপাঠিরা জানায়, আজ ভুলতা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার মডেল চেষ্টা পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষ হলে সজিব ক্লাসের বাইরে বের হলে তাকে মাঠে নিয়ে যায় সহপাঠিরা। মাঠে যাওয়ার পরপরই তারা সজিবকে কুপিয়ে হত্যা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে সহপাঠিদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও হত্যা জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি