ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে সালমান এফ রহমানের ঈদ উপহার বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ১৫ এপ্রিল ২০২৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে ১৪টি ইউনিয়নের দুস্থদের মাঝে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে শাড়ি বিতরণ করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্সনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন শাড়ি বিতরণ করেন।

এলাকায় শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। 

সভাপতিত্ব করেন বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বার্ণাড তপন গমেজ। বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার। 

উপস্থিত ছিলেন, বক্সননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, বক্সনগর ইউনিয়ন অওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমূল আহাদ রনকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, স্থানীয় সাংসদ সালমান ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় এ বছর ১২ হাজার ৫০০ শত দুস্থ পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি