ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ১৫ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জের কামারখন্দে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবাদি জমিতে পুকুর খনন ও পার্শ্ববর্তী ফসলী জমি এবং সরকারি রাস্তা ক্ষতিগ্রস্তের প্রতিবাদে মানবন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৫ এপ্রিল) সকালে উপজলার চৌবাড়ী বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে রফিকুল ইসলাম, আব্দুল মানান মধু, সাইদুল ইসলাম, গোলাম নবী, টিক্কা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখন।
 
বক্তারা বলেন, স্থানীয় উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা, অর্থদণ্ড, খননযন্ত্র জব্দ ও জড়িতদের আটক করার পরও কোনও কিছুর তোয়াক্কা না করে চৌবাড়ী মৌজায় আরএস-৯৯২ খতিয়ানর ৩২৫ নং দাগের উর্বর ফসলি জমি হতে হাসান ইমাম তালুকদার, আসলাম তালুকদার বেআইনিভাবে মাটি খনন ও তা বিক্রয় করছে। তারা ৫০ শতাংশ জমির শ্রেনী পরিবর্তন করে ১৬৫ শতাংশ জুড়ে আবাদী জমি খনন করেছে। এতে করে আশপাশের অনেক জমি ধসের আশঙ্কা করা হচ্ছে। 

তারা আরও বলেন, আবাদী জমি থেকে পুকুর খননের মাটি ট্রাকে বহন করে বিক্রি করায় গ্রামীন রাস্তা  চলাচলের অনুপযাগী হয়ে পড়েছে। তাই প্রশাসনর কাছে আমাদের আবেদন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হোক। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি