ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেফতার ১ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ১৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিপ্লব হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর সীমান্ত এলাকার কাঁচা রাস্তার ওপর হতে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। সে ভারত থেকে অবৈধ পথে গাঁজা এনে দেশের অভ্যন্তরে পাচার করছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি