ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১৬ এপ্রিল ২০২৩

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। তিনি জানান, উপজেলার সীমান্ত সড়কের কাজ শেষ করে ফেরার পথে চাঁদের গাড়িটি উপজেলার গবাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজননিহত ও একজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হযেছে বলে জানান তিনি।

নিহত শ্রমিকরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার মিনহাজুল করিম (২০) এবং চট্টগ্রামের হাটহাজারির মোহাম্মদ নাঈম (২৩)। গুরুতর আহতদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ শাহিন  (২২)।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহম্মদ বাসসকে জানান, সন্ধ্যা ইফতারের পর হাসপাতালে সড়ক দুর্ঘটনা কবলিত এলাকা হতে তিনজন রোগী আনা হলে দুইজনকে মৃত পাওয়া যায়।

একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

সুত্রঃ বাসস

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি