ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ১৬ এপ্রিল ২০২৩

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে সাব্বির হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৬ এপ্রিল) বিকাল ৩ টার সময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাব্বির হোসেন জোড়পুকুর গ্রামের জাহিদ হোসেনের ছেলে। সাব্বিরের মা সৌদি আরবে রয়েছে।

সাব্বির হোসেনের ছোট ভাই আবির হোসেন বলেন, তারা দুই ভাই শনিবার দুপুরে বাড়ির পার্শ্বে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যায়। গোসল করা অবস্থায় হঠাৎ সাব্বির নিখোঁজ হয়। বিষয়টি বাড়িতে এসে তার বাবাকে বললে গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে সন্ধান করে। পরে রোববার পুকুরে তল্লাসী করে মরদেহ উদ্ধার করে।
 
এ বিষয়ে সাব্বিরের পিতা জাহিদ হোসেন বলেন, সাব্বিরকে রাতে বিভিন্ন স্থানে সন্ধান করে পাওয়া যায়নি। পরে ছোট ছেলে আবিরের কথামত পুকুরে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি