ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ১৬ এপ্রিল ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত সোনা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

রোববার (১৬ এপ্রিল) সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনা মিয়া উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মণ্ডলের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, শনিবার বিকালে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য  ঘটনাস্থল পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবী করা প্রতিপক্ষের সাথে তার বাক-বিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।

এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতির পাশাপাশি আসামীদেও গ্রেফতারের জোর পুলিশী তৎপরতা চলছে বলেও জানান ওসি।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি