ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ইফতার খেয়ে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৮, ১৭ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন কারখানায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কালিয়াকৈরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন শ্রমিক মারা যায়। 

শ্রমিক মৃত্যুর খবরে চন্দ্রা-নবীনগর  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে করে ওই মহাসড়কে  দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি