ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে বৃষ্টির জন্য মুসল্লীদের নামাজ আদায়

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ১৭ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণীকূল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

গত ৫৮ বছরে মাদারীপুরের শিবচরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল রোববার। 

তাই প্রশান্তির বৃষ্টির জন্য মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার দুপুর ১টায় শিবচরের বাহাদুরপুর ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। তাপদাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

নামাজে ইমামতি করেন মুফতি নজরুল ইসলাম। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে বিশেষ দোয়া করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি